পেকুয়ায় চুপিসারে এসে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে গেলেন নাহিদ

দেলওয়ার হোসাইন, পেকুয়া: ভোরের আলো ফুটে সূর্য্য উঁকি দিচ্ছিল পূর্বাকাশে। এমন সময় বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বহরের মাঝে একটি গাড়ি যাচ্ছিল শহীদ ওয়াসিম আকরামের কবরের দিকে। দশ মিনিট পরে ফিরে আসেন গাড়ি বহর। 

এমন দৃশ্য দেখে জানার কৌতুহল হল কারা আসছিল। কথাগুলো বলছিলো পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকার আজিম সওদাগর। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নিশ্চিত হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র নেতা নাহিদ ইসলাম এসেছিলেন শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে। ‎

অনেকটা গোপনে চুপিসারে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে গেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহবায়ক নাহিদ ইসলাম।  

সোমবার (২১ জুলাই) ভোর ৬ টায় পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোড়ার পাড়া গ্রামে এসে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন নাহিদ । এসময় তাঁর সাথে কয়েকজন এনসিপি নেতৃবৃন্দও ছিলেন। 

জিয়ারত শেষে ভোর সাড়ে ৬ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে পেকুয়া ত্যাগ করেন । তবে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী ছিলেন না। ‎পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানিয়েছেন, এনসিপি নেতাদের কবর জিয়ারতের সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি করে দল তাদের সঙ্গে ছিল। তারা পেকুয়া থানা এলাকা ছাড়ার আগপর্যন্ত পুলিশ সদস্যরা তাদের পাহারায় ছিলেন। 

এ বিষয়ে শহীদ ওয়াসিম আকরামের বোন সাবরিনা ইয়াসমিন বলেন, গতকাল রবিবার (২০ জুলাই)  আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে জানান আমাদের বাড়িতে এনসিপির নেতা আসবেন কিন্তু সকালে আসার কথা জানালেও সারাদিন অপেক্ষার পরও তারা আসননি। 

সাবরিনা ইয়াসমিন জানান, সোমবার ভোর ৬টায় পেকুয়া থানার একদল পুলিশ এসে জানান নাহিদসহ এনসিপির নেতৃত্ববৃন্দ আমাদের বাড়িতে আসতেছে। পরে ওনারই জানালেন এনসিপি নেতৃবৃন্দ কবর জিয়ারত করে চলে গেছেন। 

তারা শহীদ ওয়াসিমের বাড়িতে যাননি। উল্লেখ্য গত ১৯ জুলাই কক্সবাজার থেকে এনসিপির পদযাত্রার সময় জুলাই গনঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের করব জিয়ারত করতে পেকুয়া যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু কক্সবাজারে বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে  এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে পেকুয়া চকরিয়া সহ পুরো কক্সবাজারে বিক্ষোভের মুখে এনসিপির পথসভা ও কবর জিয়ারত করতে পারেনি।

Post a Comment

0 Comments