হেলাল উদ্দিন, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্র্বতী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা (অবঃ) লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উখিয়ার বালুখালীর এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১৭ ও ক্যাম্প-০৮ ওয়েস্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আন্তর্জাতিক সংস্থার স্থাপনা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্প এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি টাওয়ার, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম, আর্লি ওয়ার্নিং ও রেসপন্স ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণ ও তদারকি করেন। বিশেষ করে ক্যাম্প-১৭ এর সিআইসি অফিস সংলগ্ন এলাকাসহ ক্যাম্প-০৮ ওয়েস্ট এর গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন এবং পর্যবেক্ষণ টাওয়ারে দাঁড়িয়ে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপচারিতায় মেতে উঠেন। পরিদর্শন শেষে বিকেল ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয় তিনি।
এর আগে সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, মাদকবিরোধী অভিযানে কেবল বাহককে ধরে লাভ নেই, যারা পেছনে থেকে পরিচালনা করে, সেই গডফাদারদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। মাদক একটি জাতীয় দুর্যোগে রূপ নিচ্ছে।
কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগে মাদক প্রবেশ করছে, যা পুরো দেশের জন্য হুমকি।তিনি আরো বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতা বদলাতে হবে। আন্তরিকভাবে কাজ না করলে মাদক নির্মূল কখনো সম্ভব নয় বলে জানান তিনি।
0 Comments