কক্সবাজারে পিএফজি ও দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই ২০২৫ খ্রি.মঙ্গলবার কক্সবাজার জেলা স্টেডিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির সদস্য ও জেলা সুজন এর সভাপতি অধ্যাপক অজিত দাশ। স্বাগত বক্তব্য দেন পিস এম্বাসেডর মনজুর আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর,ঝিলংজার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন জিকু, বিএনপির হুমায়রা বেগম,বিএনপির নাছিমা আক্তার, সাবেক ভারপ্রাপ্ত  উপজেলা চেয়ারম্যান হেলেনাজ তাহেরা,বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সহ-সভাপতি মো: জাবের,বিশিষ্ট সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী,মানবাধিকার কর্মী দিদারুল কাদের দিদার,শিক্ষিকা বুলবুল আক্তার,প্রধান শিক্ষিকা জোসনা হক, ইমাম কাজী  সিরাজুল ইসলাম সিরাজী,ঝিলংজার ইউপি মেম্বার ইছমত আরা,ওয়াইপিএজির সমন্বয়কারী জাকিরসহ আরো অনেকেই। 

আজকের সভায় বক্তারা পিএফজির বিগত দিনে সমষ্টিগত ও ব্যক্তি পর্যায়ে সকল ধরণের দ্বন্দ্ব, সহিংসতা প্রতিরোধে এবং সম্প্রীতি প্রতিষ্টায় নিজের উদ্যোগ পর্যালোচনা করেন।এবং সমষ্টিগতভাবে আগামীর করনীয় পরিকল্পনা নির্ধারণ করেন।


Post a Comment

0 Comments