আজ থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

লোকমান ইসলাম রানা: আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। উক্ত পরীক্ষায় এবার ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গেল বছরের তুলনায় প্রায় ৮২ হাজার কম।অন্যদিকে

করোনাভাইরাসের নতুন ধরন এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে পরীক্ষাকেন্দ্র গুলোতে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ৩৩ দফা নির্দেশনা দিয়েছে আন্তজার্তিক  শিক্ষা বোর্ড। প্রতিটি কেন্দ্রে থাকবে মেডিকেল টিম, বাধ্যতামূলক মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, মশক নিধনের ব্যবস্থা এবং জনসমাগম এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি চালাবেন।

একই সঙ্গে প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে ট্রেজারিতে প্রশ্ন সংরক্ষণ, অব্যবহৃত প্রশ্ন অক্ষত ফেরত পাঠানো, ও উত্তরপত্র পুলিশের পাহারায় বোর্ডে জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে।

এ বছর নকল ও অনিয়ম রোধে সারা দেশে ২৯৫টি ভেন্যু বাতিল করা হয়েছে, যার মধ্যে কুমিল্লা বোর্ডেই ১৫০টি ও ঢাকা বোর্ডে ৭০টি। পরীক্ষার তত্ত্বীয় অংশ চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট থেকে।


Post a Comment

0 Comments