মহিউদ্দিন কুতুবী, কুতুবদিয়া: দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ বৃহস্পতিবার (১৯ জুন) সম্পন্ন হয়েছে। যতটুকু জানা যায় এ ডিলার নিয়োগে ব্যাপক তোড়জোড় ও লবিং-লিয়াজো চলতে থাকায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের উপস্থিতি নিশ্চিত করে উম্মুক্ত লটারির মাধ্যমে নজিরবিহীন স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে ডিলার নিয়োগ প্রক্রিয়া নিস্পত্তি করেন নাচোড়বান্দা নিয়োগ কমিটির সভাপতি ও অপরাপর সদস্যবৃন্দ। এ ভাবে কঠোর পদক্ষেপ গ্রহন নিশ্চিত করে সরকারি অন্যসব কর্মকান্ড বাস্তবায়ন করা হলে কাজে ফিরবে গতিশীলতা ও আশ্বস্থ হবে সাধারণ জনগণ।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত লাটারি অনুষ্টানে বক্তব্য বক্তব্য রাখেন কমিটির সদস্য উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাহাদাত হোসেন, কৃষি অফিসার রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আরমান হোসেন, কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি বড়ঘোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন, উপজেলা প্রকৌশলী আবুছদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারি প্রকৌশলী ফরহাদ হেসেন, উপজেলা খাদ্য অফিসার আবদুল খালেক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার (ওসিএলএসডি) অনুপম ধর।
এতে উপস্থিত ছিলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবী, অন্যান্য সংবাদকর্মীসহ উপজেলার ৬ ইউনিয়নে ৯জন ডিলারের বিপরীতে আবেদনকৃত নিয়োগ প্রত্যাশি ২৭ জন ব্যক্তি। লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৯ জন ডিলার হলেন উত্তর ধূরুং মগলাল পাড়া কেন্দ্রে নেজাম উদ্দিন, বক্সালী সিকদার পাড়া কেন্দ্রে মুমিনুল ইসলাম, দক্ষিণ ধুরুংয়ের ‘ধুরুং বাজার কেন্দ্রে বেলাল হোসাইন, লেমশীখালী চৌমুহনী বাজার কেন্দ্রে হুমায়ুন কবির, কৈয়ারবিল কমিউনিটি সেন্টার কেন্দ্রে নুরুল আবছার, বড়ঘোপ উপজেলা গেইট কেন্দ্রে দিদারুল ইসলাম, বড়ঘোপ বাজার কেন্দ্রে আসমাউল হুসনা, পূর্ব আলী আকবর ডেইল কেন্দ্রে জাহেদ খাঁন ও শান্তিবাজার কেন্দ্রে বখতিয়ার উদ্দিন।
0 Comments