লোকামন ইসলাম রানা : কক্সবাজার পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে তিন বছর বয়সী মোহাম্মদ হোছাইন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে পরিবারের অভিযোগ, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের অবহেলা ও উদাসীনতার কারণে তাদের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।
গেল ২৪-০৬-২০২৫ইং মঙ্গলবার সন্ধ্যায় পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ হোছাইন উক্ত এলাকার বাসিন্দা মোঃ সাইদের ছেলে বলে জানা যায়।
অন্যদিকে নিহত হোছাইনের পরিবারের স্বজনরা জানান, হোছাইন আঙিনায় হাঁটছিলো। হঠাৎ একটি সাপ তাকে কামড়ে আহত করে। আহত শিশুটিকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালুমঘাট হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু রাতেই চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষণা করেন।
নিহতের পিতা সাইদ অভিযোগ করেন, হাসপাতালে আসার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাহেদুল ইসলাম রোমেল দীর্ঘ ৩০ থেকে ৪০ মিনিট ফোনে কথা বলছিলেন। তাদের বারবার ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। পরে এসে তিনি অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর অন্য চিকিৎসক মুজিব সাহেব শিশুটিকে পরীক্ষা করে মালুমঘাট হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।
চিকিৎসক রোমেলের অবহেলার কারণে তার ছেলে মারা গেছে বলে অভিযোগ করেন নিহত হোছাইনের পিতা সাইদ।
অপরদিকে, চিকিৎসক রোমেল দাবি করেন— শিশুটিকে কামড়ানো সাপটি বিষাক্ত কিনা তা পর্যবেক্ষণ করছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে পরামর্শ করছিলেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা. মুজিবুর রহমানের সঙ্গে মোটোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি।
0 Comments