রামুর খুনিয়াপালংয়ে গণপিটুনিতে ডাকাত নিহত


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামুতে আবদুল মন্নান নামে ডাকাত দলের এক সদস্য গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন।  

রোববার (২৯ জুন) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত আবদুল মন্নান একই এলাকার মছন আলীর ছেলে।  

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, স্থানীয় একজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

ওসি মোহাম্মদ ফরিদ আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments