লোকমান ইসলাম রানা: কক্সবাজার পর্যটন এলাকার মিল্কিওয়ে রিসোর্ট থেকে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে অপহরণের অভিযোগে টুরিস্ট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে।
এসময় অপরাধী কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শাহাদাত (২৬) কে গ্রেফতার করা হয়।
২১ আগষ্ট (বৃহস্পতিবার) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভিকটিম নবম শ্রেণির ছাত্রী হলেও তার পরিচয় গোপন রাখা হয়েছে।
টুরিস্ট পুলিশ জানায়, ভিকটিমকে উদ্ধারের সময় রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংঘাতিক মাত্রায় অসহযোগিতা করা হয়েছে। এমনকি রেজিস্ট্রার বইতেও তাদের এন্ট্রি দেওয়া হয়নি, যা আইনের স্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজার পর্যটন এলাকা হবে শুধুমাত্র পর্যটকদের জন্য। এখানে কোনো অপরাধীদের আশ্রয়, প্রশ্রয় কিংবা আস্কারা দেওয়া হবে না। অপরাধের সঙ্গে যারা জড়িত, রিসোর্ট কর্তৃপক্ষসহ, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments