কক্সবাজারে জমি ক্রয়-বিক্রয়ে আকাশচুম্বী উৎস কর কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্বপন কান্তি দে: কক্সবাজারে জমি নিবন্ধনে আকাশচুম্বী উৎস কর কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা সেভ দ্য কক্সবাজারের ব্যানারে অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারের জমি ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে নতুন করারোপের প্রভাবে জমি কেনাবেচায় স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের উপর আর্থিক চাপ তৈরি হয়েছে। আরোপিত কর প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনি লড়াই করা হবে। এটি কক্সবাজার ২৯ লক্ষ মানুষের প্রাণের দাবি। 

সেভ দ্য কক্সবাজারের সভাপতি তৌহিদ বেলালের সভাপতিত্বে ২০ আগস্ট, বুধবার, সকাল সাড়ে ১০টায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাংবাদিক নেতা মুহাম্মদ নুরুল ইসলাম, 

সমাজকর্মী এনজিও ফোরাম নেতা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল আহমেদ, সামাজিক সংগঠন আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, এনামুল হক চৌধুরী, বাহাদুর, আবদু রহিম বাবু প্রমুখ। সঞ্চালনা করেন সাংবাদিক সমাজকর্মী কামরুল হাসান 

সভায় বক্তারা বলেন, কক্সবাজারে জমি কেনা বেচায় অতিরিক্ত কর আরোপ করা হয়েছে যা জমি বিক্রির তোলনায় অতিরিক্ত অনেক জমি আছে করের চেয়ে মূল্য কম। তোমার বদনী কক্সবাজার রাজনৈতিক,সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments