আবু বকর ছিদ্দিক, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাইক্ষ্যংদিয়া এস.টি. দাখিল মাদ্রাসায় বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টার সময় ১২০০ কেজি বইসহ একটি গাড়ি আটক করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় সচেতন জনতা। তবে দৈনিক আপনকণ্ঠ পত্রিকায় গত ১৮ আগষ্ট সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে থানা প্রশাসন।
সংবাদ প্রকাশের পরপরই গত সোমবার কক্সবাজার জেলা শিক্ষা অফিসার নিজে বাদী হয়ে ধারা-৪০৮/৪১১/৩৪ পিসি ঈদগাঁও থানায় একটি অপরাধ দমন আইনে মামলা দায়ের করেন,মামলা নং-১৩(০৮)২৫। এবং ঘটনার দু’দিন পর ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারসহ অভিযুক্ত চারজনকে আটক করে।
পিসি এজাহার নামীয় আসামী নাইক্ষ্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রোকন উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন,গাড়িচালক আজমত আলী এবং মোঃ ইমরানকে আটক দেখিয়ে,তাদের বিরুদ্ধে সরকারি মালামাল আত্মসাৎ ও চুরি করে বিক্রির চেষ্টা করার অভিযোগে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান- এটি কোনো একক ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে সরকারি পাঠ্যবই গোপনে বিক্রি করে অর্থ উপার্জনের একটি অব্যাহত চক্র সক্রিয় রয়েছে। তারা বলেন, “সরকার বিনামূল্যে যে পাঠ্যবই দেয়, তা শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগেই বিক্রি করে দেওয়া হয় ! গ্রামের অনেক শিক্ষার্থী পাঠ্যবই না পাওয়ায় পুরাতন বই নিয়েই পড়ালেখা চালিয়ে যেতে হয়।”
ঈদগাঁও থানার ওসি জানান- "জেলা শিক্ষা অফিসের দায়ের করা মামলায় সুপার ও সভাপতিসহ্ চার জনকে মামলা নং-১৩(০৮)২৫, ধারা-৪০৮/৪১১/৩৪ পিসি এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়। নজরদারীতে রয়েছে বিষয়টি, জড়িতদের আইনের আওতায় আনা হবে।"
উল্যেখ্য যে- গত রবিবার ১৭ আগষ্ট সন্ধ্যাকালিন সময়ে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এস.টি. দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি পিকআপে করে ১২০০ কেজি নতুন পাঠ্যবই পাচার করার সময় স্থানীয় সচেতন জনতার হাতে নতুন পাঠ্যবই ভর্তি গাড়ী আটক করেছিলো।
গাড়ি চালকের জবানবন্দী মতে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ এক শিক্ষক জড়িত রয়েছে এই সরকারের বিনামূল্যে বিতরনের পাঠ্যবই বিক্রিতে ! উক্ত ঘটনা ১৮ আগষ্ট দৈনিক আপনকন্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। সংবাদ প্রকাশের পরপরই মামলা হয়। মামলা পরবর্তীতে অভিযুক্ত আসামীদের আটক করে আদালতে প্রেরন করা হয়।
0 Comments