স্টাফ রিপোর্টার: পেকুয়া: নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিরামহীন ছুঁটে চলা এক অদম্য নারীর প্রশংসা এখন পেকুয়ার সাধারণ মানুষের মুখে মুখে। নাগরিক সেবা নিশ্চিতে নির্ঘুম সময় পার করে যাচ্ছেন এই নারী। কখনো নিজ দপ্তরের কাজে মনোযোগী কখনো অতিরিক্ত ৩টি ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনে ছুঁটে চলেন বিস্তীর্ণ উপকূল অঞ্চলে,আবার কখনো পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষেদের পাহাড় ধস থেকে বাঁচাতে সর্তকতার বার্তা নিয়ে ।
বৃষ্টি বাদল কিংবা সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় কোনটাই থামাতে পারেনি তাঁর পথচলা। বলছিলাম পাহাড় আর সাগর বেষ্টিত উপকূলীয় জেলা কক্সবাজারের পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগমের কথা।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্বের পাশাপাশি বঙ্গোপসাগরে তীরবর্ত্তী উজানটিয়া, মগনামা ও পাহাড় বেষ্টিত শিলখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এই নারী কর্মকর্তা। এসব দায়িত্বের পাশাপাশি তিনি বেশ কয়েক মাস পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেন।
জুলাই পরবর্তী দেশের সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে যখন অনিশ্চিত ও কঠিন সময় পার হচ্ছিল ঠিক তখনই আইনশৃংখলা রক্ষায় দক্ষ প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করে প্রশংসা খুড়িয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে।
অন্তর্র্বতীকালীন সরকারের নির্দেশনা পালনে নিরলসভাবে দায়িত্ব পালন করেন এই নারী কর্মকর্তা। অন্তর্র্বতীকালীন সরকারের গঠিত নতুন নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভোটার হালনাগাদ শুরু হলে দায়িত্ব প্রাপ্ত তিনটি ইউনিয়নের ভোটার আবেদন ফরম যাচাই বাছাই ও স্বাক্ষর করে নির্ধারিত সময়ে সেবা প্রার্থীদের হাতে পৌঁছে দিতে বিরামহীন নির্ঘুম কর্মযজ্ঞে নিজেকে ডুবিয়ে রাখেন এ নারী।
ভোটার হালনাগাদের সময় নিজ দপ্তরের কাজ শেষে অতিরিক্ত ৩টি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে গিয়ে অফিস কিংবা বাসা সবখানে বিরতিহীন এ নারী কর্মকর্তার কলম থেমে থাকেনি । এমনকি গাড়ীতে বসে ফাইল দেখতে হয়েছির তাঁকে, তিনি অফিস কিংবা বাড়ি অথবা গাড়ি নাগরিক সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন কর্মঠ এ নারী।
বিসিএস প্রশাসন ক্যাডারের এই নারী কর্মকর্তা পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের আগে তিনি চুয়াডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
0 Comments