জাফর ইকবাল: কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ইয়াসমিন আক্তার নামে এক গৃহবধূ। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় নিঃসন্তান থাকার পর মঙ্গলবার(১৭ জুন) এই দম্পতির কোলে একসঙ্গে আসে তিন পুত্র ও এক কন্যা সন্তান।
গর্ভাবস্থার শেষ পর্যায়ে পেটে তীব্র ব্যথা ও পানি ভাঙা নিয়ে ইয়াসমিন আক্তার হাসপাতালে ভর্তি হন। তখনই চিকিৎসকের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে একে একে ভূমিষ্ঠ হয় চারটি সুস্থ সন্তান।
সন্তানহীন দীর্ঘ অপেক্ষার অবসানে একসঙ্গে চারটি নবজাতক পেয়ে আবেগে আপ্লুত ইয়াসমিন আক্তার ও তার স্বামী। বর্তমানে নবজাতক ও মা—দু’জনই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, এমন ঘটনা অত্যন্ত বিরল এবং আনন্দদায়ক। নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে মা ও শিশুদের সুস্থ রাখা হচ্ছে।
0 Comments