স্টাফ রিপোর্টার, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওতে সংরক্ষিত বনাঞ্চলে একটি অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান করা হয়েছে। সোমবার ১৬ জুন দুপুরে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জ ভোমরিয়াঘোনা বিট এরিয়ার দক্ষিণ দরগাহ পাড়ায় রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে উচ্ছেদ অভিযান করা হয়।
বন বিভাগের সূত্রে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসেন এর নেতৃত্বে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা সঙ্গীয় স্টাফ ভিলেজার অভিযান পরিচালনা করে নির্মানাধীন পাকা দালানের আংশিক অংশ গুড়িয়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েও তাৎক্ষণিক সহযোগিতা না পাওয়ায় সাধ্যমত অভিযান করা হলেও সংরক্ষিত বনাঞ্চলের জমি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার সম্ভব হয়নি।
সরেজমিনে রিপোর্টে দেখা যায় দক্ষিন দরগাহ পাড়া কবরস্থানের পাশে ফোরকান আহামদের স্ত্রী রোকসানা ও ছেলে রায়হানগং বনবিভাগের জমিতে অবৈধভাবে জবরদখল করে চারদিকে সাইড ওয়াল দিয়ে নির্মানাধীন পাকা দালানটির আংশিক ভাঙা হয়। যা ছিলো বনবিভাগের দায় এড়ানো অভিযান।
অভিযান পরবর্তী রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসেন প্রতিবেদককে জানান, তাদের সাধ্যমতো উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বড় ধরনের অভিযান করে বনভূমি দখলমুক্ত করা হবে। অবৈধ দখলদারদের বিরোদ্ধে আাইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তাকে।
0 Comments