উখিয়ার হাতিমুরা-তুলাতলী সড়কের কার্পেটিং শুরু


হেলাল উদ্দিন, উখিয়া:
উখিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে (এলজিইডি)  প্রায় ১কোটি ২০ লাখ টাকা ব্যায়ে হাতিমোরা তুলাতলী নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কটির ৯৮২ মিটার ড্যান্স কার্পেটিং সড়ক নির্মান কাজ এগিয়ে চলছে। 

উক্ত সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি দেখে পূর্বঞ্চলীয় জনগোষ্ঠীরা সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বানিজ্যিক ভাবে লাভবান হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

স্থানীয়, ছৈয়দ হামজা,  আবুল কালাম, জমির উদ্দিনসহ এলাকাবাসীরা জানান, আমরা হাতিমোরা তুলাতলী এলাকার প্রায ২০ হাজার মানুষের একমাত্র চলাচলের রাস্তাটি নিয়ে প্রতি বর্ষামৌসুমে  চরম জনদুর্ভোগ পোহাতে হয় বলে তারা জানান। 

তারা আরো বলেন,  আমাদের দীর্ঘদিনের স্বপ্নের প্রত্যাশিত সড়কটি শত বছর পর হলেও কার্পেটিং হচ্ছে তার জন্য আমরা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন,  আমরা সড়ক মেরামত, সংস্কার,  সংরক্ষণ  এবং উন্নয়ন ও সম্প্রসারনের মাধ্যমে জনগণের সার্থ -- সামাজিক উন্নয়নের লক্ষ্যে টেকসই নিরাপদ আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং উন্নয়ন প্রকল্প চলমান থাকবে।


Post a Comment

0 Comments