জাফর ইকবাল: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির পাশাপাশি তিনজন যাত্রী অপহরণের শিকার হয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যে ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঘুইন্যা পাড়া এলাকার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৮) ও ফাতেমার ঘোনার আলমের ছেলে ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আমির সোলতান (১৬)। অপর অপহৃত ব্যক্তি হলেন চকরিয়া উপজেলার জামান হোটেলের বাবুর্চি কুদ্দুস বলে জানা যায়।
স্থানীয় এক ব্যবসায়ী জামাল জানান, যাত্রীবাহী দুটি সিএনজি ও মাছ পরিবহনকারী ঈদগাঁওগামী একটি গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছালে, মুখোশধারী সশস্ত্র ডাকাতদল সড়কের উপর গাছ ফেলে যানবাহন গুলো আটকে দেয়। এর পরপরই তারা যাত্রীদের সর্বস্ব লুটে নেয় এবং অস্ত্রের মুখে তিনজন যাত্রীকে জিম্মি করে পার্শ্ববর্তী পাহাড়ি বনের দিকে নিয়ে যায়।
ডাকাতির সময় একটি সিএনজি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দুই গাড়ির যাত্রীদের সবকিছু লুট করে নেওয়া হয়।
উল্লেখ্য, এভাবে প্রায় সময় অপহরণ ও ডাকাতের কবলে পড়ছে যাত্রীরা। কবে নাগাদ এ গুলো থেকে মুক্তি পাবে এমন প্রশ্ন যাত্রীদের। পাশাপাশি পুলিশের টহল বাড়ানোর দাবীও জানান যাত্রীরা।
0 Comments