৩০ জেলা ও দায়রা জজকে বদলি, তালিকা প্রকাশ


আপন ডেস্ক:
 সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে।  

সোমবার আইন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   উপসচিব (প্রশাসন-১) এ এস এম গোলজার রহমান এতে সই করেছেন।  

এদিকে অপর একটি আদেশে ৩৮ জন অতিরিক্ত জেলা জজ, ১৬২ সহকারী ও সিনিয়র সহকারী জজকে বদলি এবং ১২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments