পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতার পুকুর থেকে অস্ত্র উদ্ধার


স্টাফ রিপোর্টার পেকুয়া : 
কক্সবাজারোর পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ দেশীয় তৈরী অস্ত্র ও কিরিচ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে)  সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া আর্মি ক্যাম্পের
ক্যাপ্টেন এনামুল (১৬ ক্যাভালরী) এর নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাইম্যাখালী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে ওই এলাকার নুরুল ইসলামের পুত্র যুবলীগ নেতা মোঃ মোকাম্মেল প্রকাশ মোখার বাড়ির পুকুর থেকে বস্তা বন্দি অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি ২টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

অভিযানের বিষয় আগে থেকে টের পেয়ে মোকাম্মেল প্রকাশ মোখা পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তীতে আইনি পদক্ষেপ নিতে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। 

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেনাবাহিনীর অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি ২টি কিরিচ উদ্ধার করে পেকুয়া থানায় হস্তান্তর করে, এবিষয়ে অবৈধ অস্ত্র  আইনে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। যুবলীগ নেতা মোকাম্মেল প্রকাশ মোখার বিরুদ্ধে পেকুয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মোকাম্মেল প্রকাশ মোখা উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম তার ভাই আজমের অন্যতম সহযোগি ও পেকুয়া উপজেলা যুবলীগ নেতা , সে পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার এজাহাভুক্ত আসামি। 

Post a Comment

0 Comments